ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের আহাম্মদাবাদ বাজারে মোঃ সাইফুল ইসলাম উকিল, জালাল উদ্দিন, মোঃ মাহবুবুল আলম (বুলবুল) মোঃ কাশেম (সাবেক মেন্বার) প্রমুখ,র উদ্যোগে দিন রুজি, কর্মহীন, অসহায় গরীব নারী-পুরুষ সমাজের বিত্তবানরা ও সরকারের কাছে ত্রাণ সহায়তা চেয়ে মানব বন্ধন করেছেন। ১১ এপ্রিল সকাল ১২ টায় আহাম্মদাবাদ বাজারে চার রাস্তার মোড়ে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক সময়ে বিশ্ব মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনায় সকল নাগরিক স্বাস্থ্য নিরাপত্তায় যার যার ঘরে অবস্থান করে করোনা সংক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপ ধনী-দরিদ্র সকলেই সাড়া দিয়ে নিজ গৃহে বন্ধী দশায় নিরাপত্তা নিয়ে রয়েছেন। এখানে দিন রুজি করা মানুষ গুলো তাদের কর্ম না থাকায়, সরকারের কাছে খাদ্য সামগ্রী চেয়ে মানববন্ধন করেন। সাধারণ মানুষ ও (মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড) মোঃ লোকমান হেলিম বলেন, সরকার শুনশি অনেক দিচ্ছে কিন্তু আমরা এবং অসহায় গরীব যারা তারা পাচ্ছি না, তাই আজ আমরা মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। যারা কর্মহীন এবং অসহায় গরীব তাদের মাঝে যেন ত্রান পূর্ণ সামগ্রী সঠিক ভাবে বিতরণ হয় এই আমাদের কাম্য।