
হাচিবুর রহমান, কালিয়া(নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার রামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দ’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রামপুরা গ্রামে মফিজুর চৌধুরী ছেলে শহিদুল চৌধুরী এবং মশিয়ার চৌধুরীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়। আহতদের গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় শহিদুল চৌধুরী গ্রুপের ২ টি বসতবাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন।
স্থানিয় সুত্রে জানা যায়, রামপুরা গ্রমের শহিদুল চৌধুরীর সঙ্গে একই গ্রামের মশিউর চৌধুরীর সাথে জমি নিয়ে কোন্দল চলে আসছিলো। উক্ত জমিতে শহিদুল চৌধুরী বাদী হয়ে নড়াইল
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত জমিতে
শান্তি বজায় রাখার জন্য ১৪৪ ধারা এবং পরে ১৮৮ ধারা জারী করেন। ঘটনার দিন বিবাদীগণ মশিউর রহমান ও তার লোকজন ১৮৮ ধারা ভঙ্গ করে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিতে গেলে বাদী শহিদুল চৌধুরী বাঁধা দিলে মশিয়ার চৌধুরী পরিকল্পিতভাবে শহিদুল ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় শহিদুল চৌধুরী সহ গ্রপের ৪ জন আহত হয়।
আহতরা হলো ঐ গ্রামের বখতিয়ার চৌধুরী, শহিদুল চৌধুরী, অহিদুল চৌধুরী ও জাহানারা বেগম। এসয় শহিদুল চৌধুরীর ২ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় মশিউর সহ তার ২ ভাই নিয়াজী ও শরিফুল চৌধুরী আহত হয়। তবে বাড়িঘর ভাংচুরের অভিযোগ অস্বিকার করেছে মশিয়ার চৌধুরীর লোকজন।
নড়াগাতি থানার ওসি (তদন্ত) মো: রুহুল আমীন বলেন, রামপুরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ঐ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।