
মোঃআল-আমিন ,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় বাড়ানো বিজিএমইএ’র নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাটাইয়ের সংবাদ পেয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
গাজীপুরের টঙ্গীর খাঁ-পাড়া এলাকার এস আর পি সোয়েটারস লি. কারখানায় রোববার সকাল থেকেই শ্রমিকরা এ দাবি জানিয়ে বিক্ষোভ করে।
গাজীপুর জেলায় লকডাউন ঘোষণা করায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অথচ এই বিশেষ পরিস্থিতিতে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করা পোশাক খাতের শ্রমিকদের বিশেষ নিরাপত্তায় মালিকপক্ষ কোনো ভূমিকা না রাখায় শ্রমিকরা বিক্ষোভ করছে।
শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকলে সকালে কারখানায় এসে প্রধান ফটকেই ছাটাইয়ের নোটিশ দেখতে পায় তারা। গত জানুয়ারি থেকে মার্চ মাসের বেতন বকেয়া থাকায় ও কারখানাটিতে শ্রমিক ছাটায়ের খবর পেয়ে তার এ বিক্ষোভ করছে।
তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে পোশাক কারখানা ফের বন্ধের আহ্বান করায় এ কারখানাটিও বন্ধ থাকবে।
যোগাযোগ করা হলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিষোধ করতে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি।