আরিফ রববানীঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচতন করতে মাস্ক,সাবান,খাদ্যসহ বিভিন্ন জনসচেতনতামোলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাঁল ইউনিয়নের বানিয়াধলা গ্রামের জাহিদ ফাউন্ডেশন ও দরবারে জাহিদিয়া সুফি চর্চা কেন্দ্রের সদস্যরা।এই উপলক্ষ মানুষকে সচেতন করতে উপজেলার কাঠাঁল ইউনিয়নের বানিয়াধলা গ্রামের জাহিদ ফাউন্ডেশন ও দরবারে জাহিদিয়া সুফি চর্চা কেন্দ্রের উদ্যোগে নিয়মিত কর্মসুচীর অংশ হিসাবে শনিবার (১১ এপ্রিল) ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে দরিদ্র মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী ও মাক্স বিতরণ বিতরণ করা হয়েছে।
এই প্রচারের পাশাপাশি নিজেদের গ্রাম নিজেদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন জাহিদ ফাউন্ডেশন ও দরবারে জাহিদিয়া সুফি চর্চা কেন্দ্রে।
এছাড়াও বাইরের থেকে যদি কোন লোক এলাকায় আসে, কারো বাড়িতে যদি আত্মীয়-পরিজন আসেন তাঁদের মধ্যে কারো শরীরে যদি জ্বর বা সর্দি কাশির লক্ষণ পাওয়া যায় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করার পরামর্শ দিচ্ছেন। প্রয়োজনে পুলিশ-প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানান। এছাড়া মানুষকে যত বেশি সম্ভব ঘরে থাকা এবং প্রয়োজন নাহলে ঘর হতে বের না হওয়ার পরামর্শ দিয়ে সচেতনামূলক মাইকিং করে প্রচার চলছে গ্রামে গ্রামে।
এ ব্যাপারে উদ্যোক্তা খাদেম জসিম উদ্দিন জানান, জনগণকে সচেতন করতে আমাদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও মাক্স বিতরণ এবং সচেতনামূলক মাইকিং অব্যাহত থাকবে।