নিজস্ব সংবাদদাতা :
করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে বাংলাদেশে। ফলে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে মানুষকে। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ । ফলে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহে জাতীয় যুব সংহতির মহানগর শাখার আহবায়ক হাজী হারুন অর রশিদের সার্বিক সহযোগিতায় তেমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদ।
ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ময়মনসিংহের মাটি ও মানুষের নেত্রী ময়মনসিংহ সদরের উন্নয়নের রূপকার মহীয়সী নারী বেগম রওশন এরশাদের পক্ষ থেকে জাতীয় যুব সংহতির মহানগর শাখার আহবায়ক হাজী হারুন অর রশিদের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছেন তরুণ পার্টির আহবায়ক কাউসারের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ।
ব্যতিক্রমী এই উদ্যোগ হিসাবে রবিবার (১২এপ্রিল) সকালে ময়মনসিংহের সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কৃষ্টপুর এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হতদরিদ্রদের মাঝে ফ্রিতে চাউল ও সবজি বিতরণ করেছেন জাতীয় তরুন পার্টির নেতৃবৃন্দ । এসময় ১৮ নং ওয়ার্ড যুব সংহতির আহবায়ক হানিফ আহমেদ, মহানগর যুব নেতা সোহেল মিয়া, শামীম আহমেদ, তরুণ পার্টি যুগ্ন-আহ্বায়ক হানিফ আপন সহ জাপার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চাউলের সাথে পুঁই শাক, কড়লা,কাচামরিচ, আলু,লাউ, ডাটা,লাউশাক,টমেটো, মিষ্টি কুমড়া, চিচিঙ্গাসহ বিভিন্ন আইটেম শাক সবজি বিতরণ করেন নেতৃবৃন্দ।
ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউসার আহমেদ জানান, আমরা আমাদের প্রিয় নেতা জাতীয় যুব সংহতির মহানগর শাখার আহবায়ক হাজী হারুনের নেতৃত্বে আমাদের ময়মনসিংহের গর্ব জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ময়মনসিংহের প্রাণের মানুষ উন্নয়নের রূপকার পল্লী মাতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে সব সময় মানুষদের দুঃসময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি এবং আগমী দিনেও মানুষের দুর্দিনে রওশন এরশাদের পক্ষে কাজ করে পল্লীমাতার হাত কে শক্তিশালী করবো ইনশাআল্লাহ ।