Header Image

টঙ্গীতে বেতনের দাবীতে ওয়াশিং শ্রমিকদের রাস্থা অবরোধ করে বিক্ষোভ

 

মোঃআল-আমিন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীর সিলমুন এলাকায়
গ্রিণ টাচ নামের একটি ওয়াশিং ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।সোমবার দুপুর থেকে শ্রমিকরা ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে তাদের এ বছরের ফেব্রুয়ারী ও মার্চ মাসের বেতন দাবী করে।
শ্রমিকরা অভিযোগ করে বলে,গত দুই মাস যাবৎ আমাদের বেতন দিচ্ছে না মালিক পক্ষ। আমাদের বকেয়া বেতন না দিয়েই ওয়াশিং বন্ধ করে দিয়েছে।আমরা গরীব মানুষ ভাড়া থাকি বাড়িওয়ালা ভারার জন্য চাপ দিচ্ছে, ঘরে তেল/নুন নেই! সংসারের মানুষদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি। গত এক সপ্তাহ ধরে বেতনের জন্য আমরা ফ্যাক্টরিতে আসছি।
মালিকের কাছে বকেয়া বেতন চাইলে সে বলে, দুই তিন হাজার করে টাকা নিয়ে চলে যা।
প্রতিষ্টানটির উৎপাক ব্যবস্থাপক (পিএম) বলেন, ভাই আমরা স্টাফরাও অনেক সমস্যায় আছি।আমাদের বেতন দিচ্ছে না মালিক পক্ষ।আপনারা একটু দেখেন, যদি বকেয়া বেতনের টাকা পাই,তবে পরিবার নিয়ে চলতে পারবো।
যখন প্রতিষ্টান খুলবে তখন এসে বাকি টাকা নিস।
সাংবাদিকদের কাছে ম্রমিকরা অভিযোগ করে বলেন, বার বার তারিখ দিয়েও আমরা টাকা পাচ্ছি না।কারো কাছে সাহায্য সহযোগিতাও পাচ্ছি না।এমতা অবস্থায় আমরা পরিবার নিয়ে কোথায় যাবো ভেবে পাচ্ছি না।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে গ্রিন টাচের মালিক মোঃ খলিল জানান, ব্যাংকে থেকে টাকা দিচ্ছে না আমি কি করবো? ব্যাংক টাকা দিলেই আমি শ্রমিকদের বেতন পরিশোধ করে দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!