Header Image

টঙ্গীতে মাস্ক না পড়ায় পিটিয়ে আহত,থানায় মামলা

 

মোঃআল-আমিন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

মুখে মাক্স না পড়ায় বাবা ও ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল টঙ্গীর হিমারদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন দুপুরে ভুক্তভোগি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজন মিয়া ও স্থানীয় একদল যুবক এলাকায় মাইকিং করতে থাকে। এ সময় নিজ বাড়ির সামনে মুখে মাস্ক না পড়ে দাড়িয়ে থাকায় মসিউজ্জামান বাবলু(৫৩) ছেলে মৃদুলকে(২৪) তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে আহত ও বাড়িতে হামলা করে আসভাবপত্র ভাংচুর, নগদ ১০ লক্ষ টাকা লুটে নেয়। ঘটনার এক পর্যায়ে মহানগর যুবলীগ নেতা কাইয়ুম সরকার এগিয়ে এলে তাকেও আঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

মসিউজ্জামান বাবলু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা হামলা চালায়। যুবলীগ নেতা কাইয়ুম সরকার বিষয়টি মিমাংশার জন্য এগিয়ে এলে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হন। পরে তার লোকজন যুবলীগ নেতাকে মারধোর করে।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু জানান, করোনা সংক্রমন রোধে গাজীপুর রাজনসহ কয়েকজন মাইকিং করে আসছিলো। এ বিষয়টি প্রসাশনের কর্তাব্যক্তিরা অবগত রয়েছেন।

যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমিনুল ইসলামের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। আইনি প্রকৃয়া চলমান থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!