Header Image

ত্রিশালে হরিরামপুর বাসীকে সচেতন থাকার আহবান জানিয়েছেন চেয়ারম্যান সাঈদ।

 

ষ্টাফ রিপোর্টারঃ

দেশের মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকার জনসাধারণকে সচেতন থাকতে ও সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকার আহবান জানিয়েছেন ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ। ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে তিনি তার ফেইসবুক টাইমলাইনে সতর্কতাজারী করে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তিনি ইউনিয়নবাসীকে লিখেছেন প্রিয় ইউনিয়নবাসী-

আসসালামু আলাইকুম সম্মানিত হরিরামপুর ইউনিয়ন বাসী, অাপনারা ইতিমধ্যে অবগত অাছেন।করোনাভাইরাস রোধে সরকার কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস কে পুজি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী অতিরিক্ত দামে বিক্রি করা থেকে বিরত থাকুন।যদি কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রয় করে থাকেন তাহলে তাহার বিরুদ্ধে আয়নীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে অারো জানানো যাচ্ছে করোনাভাইরাস প্রতিরোধে যে কোন চায়ের দোকান বন্ধ থাকিবে,এক সাথে বসে অনেকে মিটিং ও অালোচনা করবেন না। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাবেন না,হাশি, কাশি দেওয়ার সময় নাকে রুমাল ও টিসু দিয়ে চেপে নিন,জন বহল জায়গায় চলাফেরার মাক্স ব্যবহার করুন। অবশ্যই ২০ সেকেন্ড সাবান বা সেবলন দিয়ে হাত পরিস্কার করুন,শর্দি, কাশি, জর, গলাব্যাথা হলে নিকটস্হ স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগাযোগ করুন। দেশের সকল নিয়ম কারুন মেনে চলুন। ঢাকা, নারায়গঞ্জ,অথব করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে এমন কোন জেলা থেকে আপনাদের এলাকায় কেউ আসলে , বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টাইন নিশ্চিত করবেন,রোগ সন্দেহে হলে হেল্পলাইনে এ যোগাযোগ করুন। করোনা প্রতিরোধে হরিরামপুর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের কমিটি গটন করা হয়েছে, এই কমিটির কাজ হচ্ছে তৃণমূল পর্যায়ের সকল মানুষকে সচেতন করা,অামরা ইতিমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে সচেতন মুলক মাইকিং করে যাচ্ছি। প্রিয় হরিরামপুর ইউনিয়ন বাসি আপনারা আমাকে ভোট দিয়েছেন আপনাদের পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে আছি এবং থাকবো আমার হরিরামপুর ইউনিয়নের কোন লোক অনাহারে থাকবেন না যাদের ঘড়ে খাবার নেই তাহারা আমাকে ফোন করবেন আমি আপনাদের ঘড়ে ঘড়ে খাবার পৌছে দিবো,,। ইনশাআল্লাহ্

মোবাইল নং : ০১৭১২০৪২৬২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!