Header Image

নিজ উদ্যোগে এলাকার গৃহবন্দী মানুষের মধ্যে নিত্যপন্য বিতরন করছে যুবলীগ নেতা লিটন সরকার

 

মোঃআল-আমিন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে নিত্যপন্য বিনামূল্যে বিতরন করছেন যুবলীগ নেতা লিটন সরকার। ইতিম্যে কয়েক হাজার পরিবারের মাঝে ত্রান পৌঁছে দিয়েছেন।
টঙ্গীর বৌ-বাজার,জামাই-বাজার,মধুমিতা,স্টেশন রোড,নতুন বাজারসহ আশপাশের বস্তিগুলোতেও ত্রান তৎপরতা যোরদার করেছেন।চব্বিশ ঘন্টা নিজের বাড়িতে ব্যবস্থা রেখেছেন ত্রানের।
প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন,ফেসবুক বা মেইলে কেউ সাহায্য চাইলে ত্রান পৌঁছে যাচ্ছে তার ঘরে। লিটন সরকারের ভিন্নভাবে এলাকার নিন্ম মধ্যবিক্ত ও মধ্যবিক্তদের মাঝেও নিত্যপন্যসহ বাচ্চাদের দুধ,চিপস সহ নানা ধরনের খাবার যোগান দিয়ে যাচ্ছেন। প্রবাশী কোন বাড়ির মালিক অথবা ভাড়াটিয়াদের বাড়িতে স্বেচ্ছাসেবক দ্বারা ত্রানের ব্যবস্থা করে নজির স্থাপন করেছেন।
এছাড়াও তার কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া মওকুফ করেছেন তিনি।এতে বাড়ির ভাড়াটিয়া ও ব্যবসায়ীরা দারুন খুঁশি হয়েছেন।
এক প্রশ্নের উক্তরে লিটন সরকার বলেন, ভাই ব্যক্তিগত কোন স্বর্থ ছাড়াই মানুষের পাশে দাঁড়িয়েছি।এতে আমি প্রতিদান কিছুই চাই না।প্রতিদান দিবেন মহান আল্লাহ্। মানুষের পাশে এই দূর্যোগের সময় না থাকতে পারলে কখন থাকবো। নেতা হয়েছি শুধু মানুষের সেবার জন্য।রাজনিতী করে ব্যবসার জন্য নয়। যতদিন সামর্থ আছে গৃহবন্দী সাধারন মানুষের জন্য খাবার পন্য দিয়ে যাবো।
তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টঙ্গীর শীর্ষ স্থানীয় নেতা/নেত্রীরা।তিনি সময়ের পরীক্ষিত কর্মী হিসেবে আওয়ামীলীগের একাধিক নেতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!