Header Image

সিরতায় চেয়ারম্যান সাঈদের নেতৃত্বে সঠিকভাবে ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি চাল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিবাস্তবায়নে সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদরের চরাঞ্চলে সিরতা ইউনিয়ন পরিষদের আওতায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যের নেতৃত্বে দুস্থ অসহায় পরিবারদের সঠিকভাবে সনাক্ত করে ১০ টাকা কেজি ৩০ কেজি চালের কার্ডধারী ব্যক্তিদের চাল বিতরণ করা হয়।চর সিরতার জয়বাংলার মোড়,ইউনিয়ন পরিষদ সংলগ্ন,খরিচা বাজার,নয়াপাড়া বাজার,সিরতা বাজারে জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার ব্রত নিয়ে এ কার্যক্রম চলছে গত সপ্তাহ থেকে সোম,মঙ্গল,ও বুধবারের এই চাল বিতরণে আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,বিভিন্ন স্পটে সঠিকভাবে চাল বিতরণ করা হচ্ছে,সিরতার নয়াপাড়া বাজারে স্বনামধন্য প্রতিষ্ঠান সাইভা এন্টার প্রাইজের প্রোপাইটর আবু তালেব খানের এখানে গেলে দেখা যায়, সঠিক এবং সুস্থ ভাবে ১০ টাকা কেজি করে ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে।স্হানীয় দলীয় নেতাকর্মী ও গনমাধ্যম কর্মীদের উপস্হিতিতে উপকারভোগী সিরতাবাসী,আলম যার কার্ড নং ৭০৯,হাফিজুর রহমান কার্ড নং ৯৬৪,জুলেকা খাতুন কার্ড নং ৯৫৫ ভাটিয়াপাড়ার মালেকা খাতুন কার্ড নং ৬১২ আবু তাহের কার্ড নং ৮৩১।এভাবেই উপস্হিত সকলে বললেন আমাদেরকে ডিজিটাল মিটারে মেপে ১০ টাকা কেজি চাল,৩০ কেজি করে বস্তা প্রদান করে সাইভা এন্টারপ্রাইজ। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষুধা ও দারিদ্র মুক্ত এ আয়োজন সহ এলাকাবাসীর উন্নয়নে, আমার দীর্ঘ প্রতিজ্ঞা গরীবদের হক নিয়া যদি দূর্নীতি করা হয় তাহলে আমি কখনও কাউকেই ছাড় দেবো না,আমার জানা মতে ডিলাররা সঠিক ভাবে চাল বিতরণ করছে যেখানে আমার প্রতিনিধিরা উপস্হিত আছে।সাইভা এন্টারপ্রাইজের প্রোপাইটর আবু তালেব খান বলেন বিগত সময়ে আমি খরিচা বাজারে ১০ টাকা কেজি চাল বিতরন করেছি,বর্তমানে নতুন ভাবে ডিলার নিয়োগের কারনে আমার স্হান পরিবর্তন হয়ে নয়াপাড়া বাজারে স্হানান্তর হতে হয়েছে,আমি আমার দায়িত্ব পালনে সরকারের এ আয়োজনে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, সততা ও নিষ্ঠার সাথে এ কাজে এলাকাবাসীও আমার প্রতি সন্তোষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!