Header Image

চরপাড়া জননী নাসিং হোমের গলি এলাকা লকডাউন ঘোষণা।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ডের চরপাড়া – নয়পাড়া, লাশ কাটা গেইটের বিপরীতে জননী নাসিং হোমের গলির ভিতর একটি বিল্ডিং খেয়াতরীতে একজন করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার নাম হামিদা খাতুন। করোনায় আক্রান্ত সেই নারীর স্বামী একজন ডাক্তার বলে জানা গেছে। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়া স্বাস্হ্য কমপ্লেক্সে চাকুরী করেন বলে জানা যায় ।

করোনা ভাইরাস সংক্রমন এড়াতে জননী নাসিং হোমের গলিতে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এর সাথে পরামর্শক্রমে জনস্বার্থে সেই গলি এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান এই লকডাউন ঘোষনা করেছেন। লকডাউন ঘোষনার পর এ গলির কোন বাসিন্দা এখন থেকে আর বাইরে বের হতে পারবেনা এবং অণ্য কোন এলাকার বাসিন্দা এই গলিতে প্রবেশ করতে পারবেনা। কেউ এই আইন অম্যান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে প্রশাসন। এসময় স্হানীয় কাউন্সিলর ফজলুল হক উজ্জল, সেচ্চাসেবক টিম লিডার বায়েজিদ উপস্হিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!