Header Image

প্রধানমন্ত্রীর কাছে কর্মহীন শ্রমিকদের জন্য সহযোগীতা চেয়ে শ্রমিক নেতা জাকির হোসেন রাজুর খোলা চিঠি।

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া ঘরে থাকা পরিবহন শ্রমিকদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রাজু
বাংলাদেশ মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে শ্রমিক নেতা জাকির হোসেন রাজু বলেন-চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নিয়ম নীতি কে স্বাগত জানিয়ে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ। এর মাঝে গণ মানুষের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন দেশের পরিবহন সেক্টর মানুষের ঘরে যাওয়া – কর্ম ক্ষেত্রে যাওয়া থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় পরিবহন সেক্টরের শ্রমিকদের ভূমিকা উল্লেখযোগ্য। তারা সর্বদাই মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন পরিচালনা করে থাকেন। চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সকল যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। চলমান এই দুঃসময়ে দেশের সাধারণ মানুষের পাশে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এগিয়ে আসলেও ঝুঁকিতে কাজ করা এসব শ্রমিকের পাশে আজ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। তাদের এই দুঃসময়ে সরকারি বেসরকারি সংস্থা সহ সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানুসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন রাজু।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করে তিনি বলেন, করোনায় আক্রান্ত রোগী হাসপাতালে নিয়ে যাচ্ছে মটর গাড়ি চালকেরা, মৃত্যু ব্যক্তির লাশ নিয়ে যাচ্ছে এই মটর গাড়ি চালকেরা, ডাক্তার, নার্সদের নিয়ে যাচ্ছে এই মটর গাড়ি চালকেরা আপনাকে বহনকারীরাও গাড়ি চালক , এমন কোন সেক্টর নেই যেখানে মটর গাড়ি চালকদের অবদান নেই সবসময় সব বিপদের সময় নিজের জীবন বাজিরেখে এই গাড়ি চালক অথচ তারাই অবহেলিত, এদের কথা কেউ বলছে না, কেউ ভাবছে না, লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক আজ বেকার তাদের ঘরে খাবার নাই, ওরা কারো কাছে কিছু চাইতে ও পারছেনা লজ্জায়, এমতাবস্থায় আপনার সহযোগিতা একান্ত কাম্য ।

বিনীত নিবেদক
মোঃ জাকির হোসেন রাজু যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ মটর শ্রমিক লীগ কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে জয়বাংলা জয় বঙ্গবন্ধু 01827579928

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!