Header Image

গভীর নলকূপের শেয়ার নিয়ে সংঘর্ষ : নিহত-১ : আহত-১৩ গ্রেফতার-২

সাইফুল ইসলাম তরফদার :
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুঁটিজানা নামাপাড়া গ্রামে গভীর নলকূপের
শেয়ার নিয়ে ম্যানেজার ও ২ নং ওয়ার্ড মেম্বার আলফাজ উদ্দিন গ্রæপ ও স্থানীয়
শহিদুল্লাহ গ্রæপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রæপ সংঘর্ষে
জড়িয়ে পড়ে। এতে শহিদুল্লাহ (৬০) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়।
শহিদুল্লাহ মৃত গফুর সরকারের ছেলে। এ ঘটনায় অন্তত ১২-১৩জন আহত হয়েছে।
তাদের মধ্যে ৬জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা
হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা
সুলতানা নিশ্চিত করেছেন। সংঘর্ষের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ
ঘটনাস্থলে উপস্থিত হয়ে শহিদুল্লাহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এসময়
দু’জন গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল আলফাজ মেম্বারের ৫নম্বর বউ আছিয়া ও
ছেলের বউ খুরশিদা।রেফার্ডকৃতরা হল- পারভিন (৩৫) বিলকিস (২৬) ফিরোজা (৫০) দুলাল (৪৩) আশিকুর
(৩৫) রমিছা (৪০)।
ফুলবাড়িয়া থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, গভীর নলকূপ নিয়ে দ্বদ্বে
একজন নিহত হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!