
ষ্টাফ রিপোর্টারঃ
অবশেষে ময়মনস ময়মনসিংহের আলোচিত করুণা আক্রান্ত ডাক্তার দম্পতির ডাঃ পিয়েল আহামেদ এবং তার স্ত্রী ব্রাক্ষ্মণবাড়িয়া স্বাস্হ্য কমপ্লেক্সের ডাঃ হামিদা খাতুন সেওতির করোনা ভাইরাস সংক্রমণ ফলাফল নেগেটিভ এসেছে এসেছে ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ এর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। সেই সাথে তাদেরকে আইসোলেশন থেকে এনে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ডের চরপাড়া – নয়পাড়া, লাশ কাটা গেইটের বিপরীতে জননী নাসিং হোমের গলির ভিতর একটি বিল্ডিং খেয়াতরীতে বসবাসকারী এই ডাক্তার দম্পতিকে ১৪এপ্রিল মঙ্গলবার করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগী হিসাবে সনাক্ত হয়েছিলো। পরে করোনা ভাইরাস সংক্রমন এড়াতে জননী নাসিং হোমের সেই গলিতে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার এর সাথে পরামর্শক্রমে জনস্বার্থে গলি এলাকা লকডাউন ঘোষণা করেছিলো উপজেলা প্রশাসন।
এদিকে সেই ডাক্তার দম্পতি করোনা ভাইরাস সংক্রমণের আক্রান্ত হওয়ার ঘটনায় স্থানীয় কাউন্সিলর এর নেতৃত্বে প্রভাবশালী কিছু কুচক্রী মহল ওই দম্পতিকে এলাকায় তাদের বসবাস না করাসহ বিভিন্নভাবে অপমান করার অভিযোগ উঠেছে। অপমানের জবাবে ডাক্তার সেওতি তার ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দিলে বিভিন্ন মহলে কাউন্সিলর এমন আচরণে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অবশ্য ডাক্তার সেওতি তার স্ট্যাটাসে নিজেকে করুন আক্রান্ত রোগী হিসেবে গর্বিত মনে করেছিলো কারণ তিনি মানুষের সেবা করতে গিয়ে রোগে আক্রান্ত হয়েছেন। এতে তার মৃত্যু হলেও কোন দুঃখ থাকবে না বলেও উল্লেখ করেছিলেন স্টাটাসে। অবশেষে করোনা নেগেটিভ হাওয়ায় স্বস্তি ফিরে আসে দম্পতি এলাকাসীর মাঝে।