Header Image

ময়মনসিংহর কোন ব্যক্তিকে অনাহারে থাকতে দিবো না।। সকলকে ঘরে থাকার আহবান মেয়র টিটুর।

 

আরিফ রববানীঃ

 

ময়মনসিংহ সিটি কোর্পারেশনের মেয়র ইকরামুল হক টিটু তার ব্যক্তিগত অর্থায়নে ও সিটি কর্পোরেশন তত্বাবধায়নে কর্মহীন অসহায়দের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা বিতরণ করে য়াচ্ছেন। ময়মনসিংহ লকডাউনে থাকায় ময়মনসিংহ সিটির হাজার হাজার অসহায়, দিন মজুর, কর্মহীনদেের মানুষদের পাশে সামান্য সহযোগীতা হিসাবে মেয়র টিটু ধারাবাহিকভাবে নিয়মিত এই খাদ্যশস্য সহায়তা বিতরণ করেছেন।

তারই ধারাবাহিকতায় (১৬ ই এপ্রিল) বৃহস্পতিবার বিকালে নগরীর বিপীন পার্কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ৩ হাজারের বেশি বেকার, কর্মহীন, অসহায় মানুষদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেছেন তিনি।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর বলাশপুর আবাসন পুর্ব-১, নগরীর বলাশপুর আবাসন পশ্চিম-১ নগরীর বলাশপুর আবাসন পুর্ব-১, নগরীর বলাশপুর আবাসন উত্তর, নগরীর বলাশপুর আবাসন দক্ষিন, মহামায়া সমবায় সমিতি, সততা ভুমিহীন সমিতি, ঈশ্বরদিয়া ভুমিহীন সমবায় সমিতি নদীর পাড়, বলাশপুর উত্তর ভুমিহীন সমিতি, মুক্তিযোদ্ধা পল্লী, দুলদুল ক্যাম্প ভুমিহীন সমবায় সমিতি, দুলদুল ক্যাম্প রেল বস্তি, নিউ কলোনী, কৃষ্টপুর আদর্শ কলোনী, কৃষ্টপুর মালঞ্চ কলোনী, ইসলাম ভুমিহীন সমবায় সমিতি, বিহারী ক্যাম্প, নাটকঘর লেন হরিজন পল্লী, বাশবাড়ি কলোনী, ৩৬ বাড়ি কলোনী, ৪০ বাড়ি কলোনী, কালিবাড়ি বাস্তহারা সমিতি, জেলা পরিষদ হরিজন পল্লী, কাটাখালি বিনপাড়া, ওয়াল্ড ভিশন বস্তি, জুবিলী কোয়ার্টার বস্তি ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা মতে, সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ট পরিবেশে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আলু লবন,তেল সহ বিভিন্ন খাদ্যশস্য সামগ্রী।

সিটি কর্পোরেশর সুত্র মতে, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিটি কর্পোরেশনের মেয়র টিটুর সিটি পরিষদ সদস্যদের নিয়ে নগরীর অসহায় মানুষদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।

মেয়র টিটু বলেন- যে সকল ব্যক্তি করোনা দুর্যোগকালীন সময়ে সহযোগিতা পাবার যোগ্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে তাদের কাছে কিংবা ঘরে ঘরে এই সহায়তা পৌছে দেওয়ার চেষ্টা করছে। টিটু আরো বলেন, ময়মনসিংহ সিটির একজন মানুষও না খেয়ে থাকবেনা। কোন ব্যক্তিকে না খেয়ে থাকতে দিবোনা। এর পরও বলবো, আপনারা নিজ ঘরে থাকুন, আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করুন। অযথা কেউ ঘোরাফেরা করবেন না, নিজের পরিবার এবং দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দেবেন না।

এ সময় ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়,কালের কন্ঠ প্রত্রিকার সাংবাদিক নিয়ামূল কবির সজল, প্রেসকাবের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক ও দি মময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহ সভাপতি শংকর সাহা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়র টিটু একটি গাড়ি বহর নিয়ে বিভিন্ন স্থানে এই খাদ্য সহায়তা উপরোক্ত স্থানগুলোতে পৌছে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!