
আরিফ রববানীঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
১৮ই এপ্রিল শনিবার বাংলাদেশ জাতীয় সংসদের
মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,
মো: মামুন হাসানের দেওয়া শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,একজন আদর্শ নারী ও সমাজ সেবক হিসেবে প্রয়াত জাহানারা হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিরোধীদলীয় নেতা প্রয়াত জাহানারা হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।