রাকিবুল হাসান ফরহাদঃ
করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে ঘরে থাকা কর্মহীন ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছেন ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সাঈদের সুযোগ্য সন্তান সিঙ্গাপুর প্রবাসী এনায়েত কবির। বিতরণ কর্মকান্ডের অংশ হিসেবে ১৭ই এপ্রিল শুক্রবার তিনি একটি পঙ্গু পরিবারকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও প্রবাসী এনায়েত কবির ইউনিয়নের আরও ১২০০ দুস্থ অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন। তার লক্ষ্য এবং উদ্দেশ্য আর্তমানবতার সেবায় বিশ্বের মহামারী করুণা ভাইরাস থেকে দেশকে রক্ষার জন্য যে লকডাউন চলছে এ সময় যাতে করে কোন দিনমজুর গরীব অসহায় মানুষ খাদ্যের জন্য কষ্ট না করে।
এনায়েত কবির বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে লকডাউনে বর্তমানে সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছে। সেই বিষয়টি বিবেচনা করে তাদেরকে সহযোগিতার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাদের পাশে দাড়াতে পেরে নিজের মাঝে শস্তিবোধ করছি। প্রতিদিনই হরিরামপুর এলাকার লোকজনের কাছ থেকে ফোন পেয়ে তাদেরকে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। যতদিন এই মহামারী নিয়ন্ত্রণে না আসবে ততদিন আমি আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকব।
ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ করে বলেন, দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে। দয়া করে আপনারা কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। আপনি বাঁচুন এবং আপনার প্রতিবেশীকে বাঁচতে সহযোগিতা করুন।