Header Image

সরকারি সহায়তার নামে প্রতারনাকালে টঙ্গীতে দুই প্রতারক গ্রেফতার

মোঃআল-আমিন টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে করোনাকে সামনে রেখে সরকারি সহায়তা পাইয়ে দেয়ার নাম করে অসহায় বস্তিবাসির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দুলাল ও ওসমান গনি নামের দুই প্রতারকের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, দুলাল ও ওসমান গনি নিজেকে রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর কর্তা ব্যক্তি পরিচয় দিয়ে সরকারের কাছ থেকে জনপ্রতি দুই হাজার সাতশত টাকা করে অনুদান পাইয়ে দেয়ার শর্তে টংগীর মধুমিতা রোড,নজরুলের বস্তিসহ নিম্ন আয়ের মানুষের কাছ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে জন প্রতি দুইশত করে টাকা নেয়।
এভাবে কয়েক হাজার টাকা নিয়ে সহযোগিতা না দেয়ায়,স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হলে
পুলিশে খবর দেয় স্থানীয়রা।তাৎক্ষনিকভাবে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিক্তিতে প্রতারকদের খবর পেয়ে আমি তাৎক্ষিনক ফোর্স পাঠিয়ে অভিযুক্ত দুই প্রতারককে গ্রেফতার করতে সামর্থ হই।তাদের কাছ থেকে জনসাধারণের বিপুল পরিমাণ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ছবি পেয়েছি। তদন্ত শেষে প্রচলিত আইনের আওতায় আনা হবে এ দুজনকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!