আরিফ রববানীঃ
বিশ্বব্যাপী মহামারিতে রূপ নেওয়া মরনঘাতি করোনা ভাইরাস সংক্রমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনগণকে সচেতনতামূলক কার্যক্রমে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমানের দায়িত্বশীল কর্মতৎপরতা জেলার সর্বমহলে প্রশংসার দাবিদার হয়ে উঠেছে।
জেলা প্রশাসকের মেধা ও দক্ষতায় দিন-রাত অক্লান্ত পরিশ্রমে জেলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারন মানুষের মাঝে জন সচেতনতা সৃষ্টি, প্রবাস ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট ও উর্দ্ধগতি নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতির শুরু থেকে জেলার প্রত্যন্ত এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
জানা গেছে, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে করোনা পরিস্থিতি আতংকে পরিনত হওয়ার সাথে সাথে জেলা প্রশাসক ডিসি মিজানুর রহমান জেলার প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করতে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া সহ সকল হাট-বাজার, গ্রামীন জনগুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন সড়ক-উপসড়কে মাইকিং করে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশনা প্রদান করেন।
এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং হোম কোয়ারেন্টাইন আইন অমান্যকারী ব্যক্তিদের জরিমানা এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহন করেন। জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার বিভিন্ন হাট-বাজার ও স্টেশনে দ্রব্যমূল্যের বৃদ্ধিকারী দোকানদার ও ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদন্ডে দন্ডিত করেন জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি বিদেশ ফেরত ব্যক্তিদের যত্রতত্র ঘোরাফেরা না করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন এবং করোনা পরিস্থিতিকে পুজি করে কেউ যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য সকল উপজেলা প্রশাসনকে কঠোর নিদের্শনা দেন।
জেলা প্রশাসক মিজানুর রহমান অত্যন্ত পরিশ্রমী একজন কর্মকর্তা। তিনি ময়মনসিংহ জেলায় যোগদানের পর থেকেই রাত-দিন ময়মনসিংহ জেলাবাসীর জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। নিষ্ঠাবান-কর্মঠ ও মানবিক গুণাবলী সম্পন্ন জেলা প্রশাসক করোনা ভাইরাস পরিস্থিতিতে জেলার সকল উপজেলার করোনা পরিস্থিতির সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন এবং জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা পালনসহ জেলার প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সার্বক্ষণিক খোঁজ খবর ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্ন দুঃসময়ে তার ভূমিকা নজিরবিহীন। জেলা প্রশাসক মিজানুর রহমানের নিরলস প্রচেষ্টায় জেলার সকল উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের কর্মহীনদের ঘরে-ঘরে পৌছে যাচ্ছে সরকারের ত্রাণ সামগ্রী। ময়মনসিংহ বাসীর জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম আর নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন তাতে তার কর্মকান্ডে জেলার রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ মনে করছেন ডিসি মিজানুর রহমান কেবল ময়মনসিংহের জেলা প্রশাসক নন,তিনি ময়মনসিংহ জেলার একজন সচেতন অভিভাবকও।