
স্টাফ রিপোর্টার:
চলমান মহামারী করোনা পরিস্থিতিতে সরকারের বরাদ্দকৃত হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্ধকৃত ত্রাণ সামগ্রী বিতরণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আছাদুজ্জামান বাবুর বিরুদ্ধে প্রকৃত দরিদ্র মানুষদের কে না দিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
১৯ এপ্রিল সকাল দশটায় ১নং ওয়ার্ডে কাঠগোলা বাজারে,সরেজমিনে গেলে-এলাকাবাসী কাউন্সিলর বাবুর বিরুদ্ধে ত্রান বিতরন নিয়ে সাংবাদিকদের কাছে নানা অনিয়মে অভিযোগ তুলেন।
এসময় উপস্হিত অবহেলিত ক্ষুধার্ত কর্মহীন নিপীড়িত মানুষ ফখর উদ্দিন,সিদ্দিকুর রহমান,শাহীন,হিমেল
,মাসুম মিস্ত্রী, চা বিক্রেতা বকুল,রিকশাচালক জাকির,দুলাল, জুয়েল,মোফাজ্জল, হযরত আলী,সুফিয়া,শফিকুল ইসলাম,ফারজানা,
মিজান,মোস্তাফা, খলিল,মনোয়ারা,মাজেদা,শরীফ, আসাদসহ অসংখ্য ত্রাণ বঞ্চিতরা কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা তুলে বললেন,আমরা যারা এখানে উপস্হিত আছি,সকলেই করোনা সংক্রামনে কর্মহারা,আমরা পরিবার পরিজন নিয়ে অনাহার জীবন যাপন করছি।জনবান্ধব সরকারের ত্রান সামগ্রী, ওয়ার্ড কাউন্সিলর আমাদের কে দেয়নি, বরং আমাদের নাম নিয়েছিল,এখানে উপস্হিত অনেককেই স্লিপ প্রদান করেছিল,কিন্তু সরকারী ত্রাণ বিতরণের সময় স্লিপ রেখে দিয়েছে, ত্রান দেয়নি।এ ব্যাপারে মুখ খুলে অনেকেই বলেন,ত্রান বিতরণে আরও অনিয়ম করেছে,বালতি দিয়ে তিন কেজি -চার কেজি চাল বিতরণ করা হয়েছে।
১ওয়ার্ডের বাসিন্দা পঙ্গু শামীম যার অর্ধেক পা কাটা,দু তারা দিয়ে গান গাই,সেও কান্নারত কন্ঠে বলেন, বাবু ভাই আমার নাম নিয়ে ছিল কিন্তু ত্রান দেয়নি,তিনি তিন-চার দিন যাবত পরিবার পরিযান নিয়ে কষ্টে আছেন। উপস্হিত জনতা বলেন,আছাদুজ্জামান বাবু ত্রান নিয়ে স্বজনপ্রীতি করেছেন। এ বিষয়ে কাউন্সিলর আছাদুজ্জামান বাবুকে মুটোফোনে একাধিক চেষ্টা করলেও পাওয়া যায়নি।