করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে পাটগ্রাম উপজেলা প্রশাসন কর্তিৃক অভিযান অব্যাহত রয়েছে। অযথা বাইরে ঘোরাঘুরি, সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারি নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময় অতিক্রম করে দোকান খোলা রাখাসহ হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে আজ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে অভিযান চলাকালীন সময়ে ৩৬ জনকে মোট ১৯ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টিম সাথে ছিলো। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান বলেন করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে আমাদের গঠনমুলক কর্মকান্ডসহ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জনসচেতনতায় চলমান অভিযান অব্যাহত থাকবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি।