Header Image

প্রবাসী কবিরের নিজস্ব অর্থায়নে ৪শত হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

 

রাকিবুল হাসান ফরহাদঃ

চলমান মহামারী করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা ও লকডাউন মেনে ঘরে থাকা ১২শত অসচ্ছল, গরীব হত-দরিদ্র অসহায় ক্ষুধার্ত মানুষের কল্যাণে ও ক্ষুধা নিবারণে তাদের পাশে দাড়িয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৭নং হরিরামপুর ইউনিয়েনের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সাঈদের সুযোগ্য সন্তান সিঙ্গাপুর প্রবাসী এনায়েত কবির (ছিদ্দিক)। তিনি তার নিজস্ব উদ্যোগে হরিরামপুর ইউনিয়নের ১২০০ অসচ্ছল পরিবারকে চাউল, ডাল, তৈল, চিনি, আলু, লবণ, মুড়ি, ছোলা, সাবান , খাবার সেলাইন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতায় পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে ২০শে এপ্রিল সোমবার ইউনিয়নে ৭/৮/৯/ এই তিন ওয়ার্ডের ৪০০পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন। ২১শে এপ্রিল মঙ্গলবার ৪/৫/৬/ এই তিন ওয়ার্ডে আরো ৪০০পরিবাবরকে খাদ্য সামগ্রী বিত্যরণ করবেন বলে জানিয়েছেন। তরুণ এই সমাজ সেবক এনায়েত কবিরের লক্ষ্য ও উদ্দেশ্য আর্তমানবতার সেবায় বিশ্বের মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ যেন ঘরে থাকার মাধ্যমে চলমান দুঃসময় কে মোকাবেলা করে দেশ রক্ষার জন্য সরকার ঘোষিত লকডাউন মেনে চলে।

সরকারের নির্দেশনা মানতে গিয়ে ঘরে থেকে কোন কর্মহীন দিনমজুর গরীব অসহায় মানুষের যেন খাদ্যের জন্য কষ্ট না হয় তাই তিনি এই বিশাল উদ্যোগটি নিয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন। চলমান দুঃসময়ে অভাবের সংসারে এনায়েত কবিরের দেওয়া সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিটি অসহায় পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!