ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতি, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির সাংবাদিক আ ন ম ফারুক তার নিজ এলাকা ত্রিশালে করোনা ভাইরাস মোকাবিলায় ঘরবন্ধি অসহায়, নিম্নআয়ের মানুষ ও কর্ম না থাকায় নতুন করে বেকার হয়ে পড়া শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। সোমবার দুপুরে ত্রিশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের চরপাড়া এলাকার বায়তুল খালেক জামে মসজিদের সামনে ব্যক্তি উদ্যোগে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় সাংবাদিক ফারুকের পিতা আঃ খালেক মাস্টার সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, চিনি, বুট, খেজুর, মুড়ি। সাংবাদিক ফারুক বলেন, নিজের প থেকে যতটুকু সম্ভব অসহায়দের পাশে থাকার চেষ্ঠা করেছি। তিনি সমাজের বিত্তবানদেরকে এই মহাদুর্যোগকালীণ সময়ে এগিয়ে আসার আহবান জানান।