হামিমুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হাকিম আজিজের উদ্যোগে ত্রাণ বিতরন অব্যাহত রয়েছে। এপ্রিলের শুরু থেকেই
সাত দিন অন্তর অন্তর ৫০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে তার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। রবিবার রাতে নগরীর আকুয়া মাদ্রাসা কোয়াটার এলাকায় ৫০ টি পরিবারের মাঝে আটা, চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, সাবান, ডিটারজেন বিতরণ করেন।
ত্রাণ বিতরণে সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের রুবেল, ইমন, সাকিব, সজিব, রমজান আলি ও পাপ্পু।
মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল হাকিম আজিজ বলেন, বিএনপির সংকটময় দিনেও তারা সাধারন মানুষের পাশে থেকে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন। সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা সাধারন মানুষের সহযোগিতায় এগিয়ে আসলে করোনা দুর্যোগময় মুহুর্তে সাধারন মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে।
তিনি আরো বলেন, ছাত্রদল যেকোন দুর্যোগ মুহুর্তে সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে, ভবিষ্যতেও তারা মানুষের সেবা করে যাবে।