
ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ কেজির আরো ৬৭ বসÍা চাল উদ্ধার
করেছে গৌরীপুর থানার পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত ১১ টায় এ উপজেলার
ভুটিয়ারকোনা বাজারে মতি মার্কেটে চাল ব্যবসায়ী ফজলু মুন্সীর ঘর থেকে এ চাল
উদ্ধার করা হয়েছে। এর আগে এদিন দুপুর ২ টার দিকে এ বাজারের চাল ব্যবসায়ী
আজহারুল ইসলামের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ কেজির ২৫ বস্তা চাল উদ্ধার করে
গৌরীপুর থানার পুলিশ। এ নিয়ে
একদিনে ভুটিয়ারকোনা বাজার থেকে মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, গোপন
সংবাদের ভিত্তিতে ওসি (তদস্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে উল্লেখিত বাজারে
ফজলু মুন্সীর ঘরে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির ৬৭ বস্তা চাল জব্দ করেন পুলিশ। এর
আগে দুপুর ২ টার দিকে এ বাজারের আজহারুল ইসলামের ঘর থেকে ২৫ বস্তা চাল জব্দ
করা হয়। এসময় আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য
নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন। রাতে ৬৭ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা দায়েরের
হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।