আরিফ রববানীঃ
ময়মনসিংহে জেলা প্রশাসনের নির্দেশনায় চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও করোনা পরিস্থিতিতে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্রাদির অতিরিক্ত মুল্য নিয়ন্ত্রণ ও করোনায় মানুষকে ঘরে থাকার আহবান জানিয়ে নিয়মিত জনসচেতনতামূলক প্রচারসহ লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে চলছেন ত্রিশাল উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ ত্রিশাল পৌর বাজারে লকডাউন অমান্য করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় এসিল্যান্ড তরিকুল ইসলাম অভিযান করে কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে দুটি ব্যববসা প্রতিষ্ঠান খোলা রাখায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেনন। ত্রিশাল থানা রোডের মৃধা মার্কেটে নওবাহার বস্ত্রালয়ের প্রোপাইটর আব্দুল ওয়াদুদ মেজু কে ১০ হাজার টাকা ও দরিরামপুর নজরুল একাডেমী রোডে নেওয়াজ মার্কেটের ভাই ভাই বস্ত্রালয়ের প্রোপাইটর ওয়াহিদুজ্জামানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, ময়মনসিংহ জেলায় করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসক কর্তৃক ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল উপজেলাকেও গত (১৪ এপ্রিল) মঙ্গলবার থেকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সোমবার উপজেলার সাখুয়া ইউনিয়নে রনি নামের এক যুবক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে সামাজিক দুরত্ব নিশ্চিত করণসহ লকডাউন বাস্তবাশনে আরো কঠোর হয়ে কাজ করছে উপজেলা প্রশাসন।