আরিফ রববানীঃ
ময়মনসিংহের ত্রিশালে সাখুয়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনা ও উপজেলা প্রশাসনের কঠোর নির্দেশনায় যথাযথ মর্যাদায় শেষ হলো করোনা আক্রান্ত উপজেলার ইউনিয়নের করোনায় মৃত ব্যক্তি মেহেদী হাসান রনির নামাজে জানাজা ও দাফন কাফন সম্পন্ন হয়েছে। রনি সোমবার ২০শে এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ গোলাম ইয়াহিয়া ইউনিয়নের গণ্যমান্যদের নিয়ে একটি কমিটি করেন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতে ।
২০শে এপ্রিল সোমবার রাত ৩টায় ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মোমেনশাহী দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক টিম ও ত্রিশাল উপজেলা টিমের সমন্বয়ে
ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে মৃত রনির দাফন-কার্য সম্পন্ন করা হয় ।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া শুরু থেকে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবক টিমের সাথে থেকে বিভিন্নভাবে দিকনির্দেশনা দেন। তাদের নির্দেশনা মতে দাফন-কাফন সম্পন করা হয় রনির জানাযা।