by SF News
মৃদুল ধর ভাবন, আশুলিয়া ঃ
ঢাকার অদুরে সাভার আশুলিয়ার প্রিয় মানুষ গরীবের বন্ধু নিজের
যতটুকু সঞ্চয় ছিলো সব দিয়ে অসহায় দুস্থ্য স্বল্প আয়ের মানুষের দাঁড়িয়েছেন মনির হোসেন আশুলিয়া থানা সেচ্ছা সেবক
লীগের সহসভাপতি . সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ বাংলাদেশ এর বাহিরে নয় সারাদেশে ন্যায় লগডাউন ঢাকা জেলার
শিল্পাঞ্চল আশুলিয়ায় অসহায় দুস্থ মানুষ কার ঘরে খাবার নেই, কে এক বেলা না খেয়ে আছে সেই খোঁজে দিন রাত পার হয়ে যায়।
কাউকে সাথে নিয়ে নয়, নিজের ঘাডে়করে ঘুরে ঘুরে এই মহামারিতে অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ
করে যাচ্ছেন তিনি টানা প্রায় এক মাস ধরে এই কাজ করে যাচ্ছেন নিজ উদ্যোগে। তাও কেউ যেন এক মুঠো খাবারের জন্য হা হা কার
করতে না পারে। যেখানেই খোঁজ পাচ্ছেন সেখানেই খাদ্যদ্রব্য নিয়ে ছুটে যাচ্ছেন তিনি। হোক সকাল, দুপুর কিংবা রাত। নিজ হাতেই পৌছে দিচ্ছেন তিনি। হ্যা এই মানুষটি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির হোসেন।
করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরুর লগ্ন থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকার মানুষের মাঝে বিতরণ করেছেন মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, স্প্রে করেছেন জীবানুনাশক, হ্যান্ড গ্লাভস।
পরে যখন মানুষ ঘর থেকে বের হতে পারছিলেন না তখন তিনি নিজ উদ্যোগে শুরুকরেন অসহায় নিম্নবিত্ত ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ
বিতরণ। ত্রাণের মধ্যে চাল, ডাল, আলু, পেয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এরই মধ্যে তিনি প্রায় দুই হাজারেরও বেশী মানুষের মাঝে
এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এখানেই শেষ হয়নি এই র্কাযক্রম অব্যাহত রেখেছেন তিনি।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের এই নেতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর র্নিদেশে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
কেন্দ্রীয় সভাপতি বাবুর্নিমল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর দিক র্নিদেশনায় আশুলিয়া থানা ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহীদুল্লাহ্মুন্সীর পরার্মশে এই র্কাযক্রম অব্যাহত রেখেছেন।
দেশের এই পরিস্থিতিতে নিম্ন আয়ের লোকজনের চরম র্দুদিন যাচ্ছে। দুঃখে-কষ্টে আছেন মধ্যবিত্তরাও। তাদের কথা চিন্তা করে
নিজেই বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। তিনি আরো বলেন, ত্রাণ বিতরণে একটা বিষয় লক্ষ করা গেছে, সেটা হচ্ছে
যেসব মানুষ এ অঞ্চলের ভোটার ওইসব লোকজনকেই ত্রাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। কিন্তুএখানে হাজারো মানুষ আছে যারা এ অঞ্চলের ভোটার নন।কিন্তুতারাওতো মানুষ। আমার মননকাঁদে তাদের জন্য কিছুকরার। তাই নিজের অবস্থান থেকে যতটুকু
সম্ভব দিয়ে যাচ্ছি। আমার অবস্থান থেকে আমি করছি, আমার মত
এ অঞ্চলের বিত্তবানরা এই সংকটময় সময়ে এগিয়ে আসবেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সকলেই যেন সামাজিক দূরত্ব
বজায় রেখে চলি সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই সাথে সবাইকে
ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেন তিনি। উপস্থিত ছিলেন এবং এ র্কমসূচি অব্যাহত থাকবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগের
থানা কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেনের ।
র্সাবিক সহযোগীতায় এসময়আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া থানা কমিটি সাধারন
সম্পাদক ও চ্যানেল এস টিভির ও দৈনিক চৌকস পএিকার প্রতিনিধি মৃদুল ধর ভাবন সহ অন্যান্য নেতৃবৃন্দ
Post Views:
৪৭৫