মোঃআল-আমিন, টংগী (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের টংগীতে নিরুপায় কৃষকের ধান কেটে দিচ্ছে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।কলেজ ছাত্র লীগ সভাপতি কাজী মঞ্জুর উদ্যোগে কৃষকের ৩ বিঘা জমির পাঁকাধান কেটে দেয়ার কথাা রয়েছে।
আজ(বুধবার) ভোর থেকে টংগীর ৫০নং ওয়ার্ডের চাংকিরটেক বিলে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কাঁদাপানিতে ধান কাটতে নামেন।
জমির মালিক আনোয়ার হোসেন জানান,জমির ধান সময় মতো পেঁকেছে তবে মহামারীর কারনে আমি ৫ দিন ধরে বিভিন্ন ভাবে ধানকাটার কৃষক খুঁজছিলাম।কিন্তু মজুর না পাওয়ায় আমি ধান নিয়ে বিপাকে পড়ে যাই,কারন আমার একার পক্ষে এত ধান কাটা সম্ভব নয়।
কূল কিনারা না পেয়ে কাজী মঞ্জুর কাছে বিষয়টি খুলে বলি। তখন কাজী মঞ্জু আমাকে তার ৩ বিঘা জমির ধানকেটে বাড়িতে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।আশ্বাস অনুযায়ী আজ (বুধবার) ভোর হতে ৩০ জন নেতাকর্মী নিয়ে মঞ্জু আমার জমির ধান কাটা শুরু করেছে বিকালের মধ্যে ধান বাড়িতে পৌঁছে যাবে।
এবিষয়ে কাজী মঞ্জু জানান,এই বিলে দুই শতাধিক কৃষকের ধানক্ষেত রয়েছে। পর্যায়ক্রমে সবার ধানই টংগী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতায় কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া হবে। বর্তমান মহামারীতে আমরা কৃষকের পাশে আছি।