Header Image

ত্রিশালের হরিরামপুরে ১৪শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলেন চেয়ারম্যান আবু সাঈদ

রাকিবুল হাসান ফরহাদঃ 

করোনা ভাইরাসের মহা দুর্যোগে কর্মহীন অসহায় মাঝে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ ১ হাজার ৫শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, চিনি, মুড়ি, বুট, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরন করেছেন এবং এ খাদ্যসামগ্রীর ব্যয়ভার বহন করেছেন হরিরামপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদের সিঙ্গাপুর প্রবাসী ছেলে এনায়েত কবীর। ২২ এপ্রিল বুধবার নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বলেন-দেশের এমন দুর্যোগ মহুর্তে আমি আমার হরিরামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে হত দরিদ্র পরিবার বাছাই করে ১ হাজার ৫শ হত দরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে কার্ড পৌছে দিয়েছি। এ কার্ড নিয়ে হত দরিদ্র পরিবারগুলোর মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আমার ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না, হরিরামপুর ইউনিয়নের হত দরিদ্র, দরিদ্র কর্মহীন সকল মানুষ ও পরিবারের নাম তালিকা করা হয়েছে। সরকারের ব্যবস্থাপনায় ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে। সরকারের পাশাপাশি আমার ইউনিয়নের এসব পরিবারগুলোকে পর্যায়ক্রমে আমি ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো।

এসময় উপস্থিত ছিলেন হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, সমাজ সেবক আরিফুল ইসলাম, ইউপি সদস্য আতিকুল ইসলাম, খন্দকার হিমেল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!