
মোঃআল-আমিন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নীহত এক।
গতকাল সন্ধায় শহীদ আহসানউল্লাহ মাষ্টার উড়াল সড়কের(ফ্লাইওভার) নতুন বাজারের অংশে এ দুর্ঘটনা ঘটে।
নীহত হৃদয়(২৫) টঙ্গীর আরিচপুরের মৃত শফিউদ্দীনের ছোট ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান,সন্ধায় মটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় হৃদয়।ঢাকা সিলেট মহাসড়কের শহীদ আহসানউল্লাহ মাষ্টার উড়াল সেতু হয়ে টঙ্গী স্টেশন রোড যাওয়ার পথে অতিরিক্ত গতীর কারনে এক পর্যায়ে বাঁক নিতে গিয়ে নীয়ন্ত্রন হারিয়ে ফ্লাইওভারের নীচে পড়ে যায়।
ঘটনাস্থলের পাশে থাকা পুলিশের এস আই শুভ মন্ডল দ্রুত তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নিযে যায়।মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারনে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাটানো হলে সেখানে তার মৃত্যু হয়।
নীহত হৃদয় পেশায় স্থানীয় শফির হোটেলের মালিক ছিলেন।