রাকিবুল হাসান ফরহাদঃ
কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ময়মনসিংহে কর্মহীন মানুষের মাঝে দ্বিতীয় ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার নাজিরাবাদ স্কুল এন্ড কলেজ মাঠে কর্মহীন ৪’শ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.মির্জ্জা মানজুরুল হক।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক ডা.এম করিম খান, অধ্যাপক আব্দুল হেকিম সরকার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ৪’শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, ঔষধ দেয়া হয়।
অধ্যক্ষ ডা.মির্জ্জা মানজুরুল হক বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের অসহায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।