ষ্টাফ রিপোর্টারঃ
করোনার করাল গ্রাসে বিশ্ব এখন মহাসঙ্কটে। এই মহামারি করোনাভাইরাসের ছোবল থেকে বিশ্ব কবে মুক্তি পাবে এখনো কেউ জানে না। করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু যাদের একদিন কাজ না করলে পেটে আহার জুটে না তাদের অবস্থা একেবারেই করুণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহের গরীবের ডাক্তার,স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তরুণ জনবান্ধব নেতা এইচ এম ফারুকের সার্বিক সহযোগীতায় দেশে করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় ও হতদরিদ্র কর্মজীবী বেকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ভাবখালী ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক আরিফ রববানী ।
তার উদ্যোগে ভাবখালী এলাকার প্রায় ৫০ টি অসহায় ও হতদরিদ্র কর্মজীবী বেকার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফ রববানী বলেন, ‘আমার যা আছে তা দিয়েই চলে , আমার সামর্থ আমি জানি। মন চায় খেটেখাওয়া মানুষদের জন্য অনেক কিছু করি। সাধ আছে, সামর্থ কম। ঐ যে মধ্যবিত্ত, সেখানেই আটকে যায়। আমার যতোটুকু সামর্থ আছে, তাকে পুঁজি করে আমার অভিবাবক স্বাচিপ নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ ও যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুকের সহযোগিতায় চেষ্টা করেছি কিছু খেটেখাওয়া মানুষকে সহযোগিতা করার। তবে ভাবখালী এলাকা সবচেয়ে বেশী অবহেলিত। এখানে আরো অনেকেই বঞ্চিত রয়েছে যাদের কে দিতে পারিনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি অসচ্ছল যারা বাকী আছে তাদের কেও যাতে দিতে পারি।