Header Image

আপনারা ঘরে থাকুন আমরা খাবার পৌঁছে দিবঃ গৃহায়ন ও গনপূর্ত প্রতি মন্ত্রী শরীফ।

 

আরিফ রববানীঃ

 

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা ময়মনসিংহের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেনন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ২৪শে এপ্রিল শুক্রবার বিকেলে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে ভাষাসৈনিক শামসুল হক মঞ্চে শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরন করেন। লকডাউনে কর্মহীন হয়ে মানুষ আজ দিশেহারা অসহায়। এই সকল অসহায়, নিম্ন আয়ের ও দিনমজুর দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন প্রতি মন্ত্রী শরীফ আহমেদ এম পি। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে তের শতাধিক নারী পুরুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করাহয়।এর আগে তিনি ফুলপুর, তারাকান্দাসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকায় শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরন করেন। উপহার খাদ্য সামগ্রী নিতে আসা লোকদের প্রতিমন্ত্রী বলেন আপনারা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখুন আমরা খাদ্য আপনাদের ঘরে পৌঁছে দিব।তিনি আরও বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইনশাল্লাহ একটি মানুষও নাখেয়ে থাকবে না। এখন পর্যন্ত পর্যাপ্ত খাদ্য শস্য মজুদ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!