Header Image

পাটগ্রামে ৫শত পরিবারের  বাড়ি গিয়ে  খাদ্য সামগ্রী হাতে তুলে দিলেন প্রভাষক সজীব ও ছাত্র নেতা মেহেদী

যেখানে বিশ্ব মানবতা আজ বিবেকের ঘরে জাগ্রত তখন
লালমনিরহাট জেলার পাটগ্রাম যুবলীগের নেতা সকলের প্রিয় মুখ ও পাটগ্রাম মহিলা কলেজ এর প্রভাষক সাদেকুল ইসলাম সজীব ও ছাত্র নেতা মেহেদী’র যৌথ উদ্যোগে ৫০০ পরিবারকে পবিত্র রমজান মাসের ইফতারের জরুরি খাদ্য সামগ্রী সামাজিক দুরত্ব নিশ্চিত করে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন তারা।
অতিকষ্টে থাকা কর্মহীন অসচ্ছল পরিবারগুলোর মাঝে
৫ কেজি চাল,২ কেজি আলু,৫০০ গ্ৰাম তেল,৫০০ গ্ৰাম আটা,৫০০ ছোলাবুট, ৫০০ গ্ৰাম লবণ, ৫০০ গ্ৰাম চিনি,৫০০ গ্ৰাম ডাল,৫০০ গ্ৰাম চিড়া ও ৫০০গ্ৰাম মুড়ি সহ মানসম্পন্ন জরুরি খাদ্য সামগ্রী তাদের পক্ষ থেকে বিতরণ করা হয়।

বিতরণকালে যুবলীগনেতা সজীব ও ছাত্রলীগনেতা মেহেদী হাসান বলেন,
অতীকষ্টে থাকা কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে জরুরি খাদ্য বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ এর পরিসর বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি । তারা বলেন প্রধানমন্ত্রী যে ভাবে নির্দেশ দিচ্ছে সেই নিয়ম মেনেই আমরা জরুরি খাদ্য সামগ্রী অতিকষ্টে থাকা হতদরিদ্রদের মাঝে বিতরণ করছি । এ সময় তারা স্থানীয় গণমাধ্যমসহ সকলের জনসমর্থন চেয়ে বিত্তবান ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের চলমান করোনায় সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় অতীকষ্টে থাকা মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জন্য জানান। তবে তাদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকার ভোগীগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!