Header Image

মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রীর ত্রান বিতরন

 

দক্ষ, মেধাবী ও সাহসী কলম সৈনিকদের নিয়ে গঠিত সাংবাদিক সংগঠন মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রীর ত্রান বিতরন করা হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ দুরত্ব বজায় রেখে ২৪এপ্রিল শুক্রবার বেলা ১২ঘটিকায় ময়মনসিংহ কলেজ রোডস্হ ইউনাইটেড সার্ভিসেস ক্লাবে মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করেন মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী কলম সৈনিক শিবলী সাদিক খান ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক সারোয়ার কবির ফাহাদের উদ্যোগে ইন্সপেক্টর দুলাল আকন্দ, এস আই ফারুক হোসেন, এস আই আলাউদ্দিন বাদল,মহিলা আঃলীগ নেত্রী সন্পা খন্দকার, যুবলীগ নেতা ইমরান জামান বাবু, ব্যবসায়ী আঃছোবহান প্রমুখের সহায়তায় অর্ধশত সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, তেল, ছোলাবুট, রেশম, মটর, খেশারিডাল, লবন,ইত্যাদি,
এসময় আরো উপস্হিত ছিলেন হাফিজুর রহমান হেলাল, সাইদুর রহমান বাবুল,ওয়াহিদুজামান আরজু, সুমন ভট্রাচার্য, সুলতান মাহমুদ,শাহ রেজাউল করিম, নেপাল দোহার, আসাদুজ্জামান পাইলট. মোখলেছুর রহমান, শেখ খুশি, সামছুনাহার, সিনথিয়া, জাফর, আবাদি, সোহেল, লাভলু, ইউসুফ খান লিটন,ওয়াহিদ খান আরিফ, রাজু, প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!