
আরিফ রববানীঃ
ময়মনসিংহে মাহে রমজানে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলার ইমাম ও খতিবদের নিয়ে মতবিনিময় করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসন মিজানুর রহমান ।
২৪ এপ্রিল শুক্রবার সকাল-১০টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ইমাম ও খতিবদের সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে ওয়াক্ত নামাজ ও তারাবীর নামাজসহ অন্যান্য নামাজের দিক নির্দেশনামূলক আলোচনা ও মতবিনিময় করেন জেলা প্রশাসক ।
জেলা প্রশাসক বলেন- সামাজিক দূরত্ব বজায় রেখে তারাবীর নামাজে ২ জন ইমামসহ মোট ১২জন মসজিদে নামাজ আদায় করতে পারবেন। একই সাথে অন্যান্য মুসল্লিগণকে নিজ ঘরে ওয়াক্ত ও তারাবীর নামাজ আদায় করার পরামর্শ দেন তিনি।
সকলকে নিজ নিজ ঘরে তারাবির নামাজ আদায় করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক তার বক্তব্যে- করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ অপরিহার্য বিধায় সরকারি নির্দেশনা বাস্তবায়নপূর্বক তারাবিহ নামাজ আদায়ের জন্য মসজিদের ইমাম নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম-সেবা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও ইত্তেফাকুল ওলামা এর নেতৃবৃন্দ।