Header Image

ময়মনসিংহে ১২মামলায় ১৮,৯০০টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় দেশের চলমান পরিস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধ ও করোনা পরিস্থিতিতে ঘোষিত লকডাউন আইন অমান্য করায় ময়মনসিংহ বিভাগীয় নগরীতে শুক্রবার (২৪ এপ্রিল) ১২ টি মামলায় ১৮ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ পরিচালিত ভ্রাম্যমান আদালত। অভিযানে ইলেক্ট্রনিক্স এর দোকান ও সেলুন খোলা রাখার দায়ে ৫টি মামলায় ২ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা হাসান। অপরদিকে রং, কাপড়ের দোকান খোলা রাখা ও আদার দোকানে আদার অতিরিক্ত মুল্য রাখার দায়ে ৩টি মামলায় ৮ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার। গরুর মাংস ও আদার দাম বেশি রাখা মূল্য তালিকা প্রদর্শন না করতে পারার কারনে ৪টি মামলা ও ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে জানান করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে । এব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!