সারা দেশে মহামারী ভয়ংকর নোভেল করোনা ভাইরাসের কারণে বান্দরবান জেলার অন্তর্গত লামা বাজার,পৌরসভায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় ঘর বন্দি মানুষের জন্য দূর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রালয়ের বাস্তবায়নে এবং লামা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা পেল ১৬০টি পরিবার।
আজ ২৪ এপ্রিল”২০২০ইং শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়। উপহার খাদ্য এর মধ্যে রয়েছে চাউল ১০কেজি, আলো ১কেজি ও সাবান ১টি বিতরণ করা হয়।
এসময় লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জননেতা মুহাম্মদ মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জন্নাত রুমি, লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সংগ্রামী সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা মুহাম্মদ জহিরুল ইসলাম জহির, উপজেলা কৃষি অফিসার সানজিদা বিনতে ছালাম, উপজেলা পিআইও অফিসার মোঃ মজনুর রহমান, উপজেলা আ,লীগের সাংঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বাবু প্রদীপ কান্তি দাশ,পৌর আ,লীগের সম্পাদক সাবেক সফল পৌর মেয়র মুহাম্মদ তাজুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা, যুব রেড ক্রিসেন্ট দলনেতা গোলাম আজম সৌরব, পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ সহ আরো অনেকেই।