কামরান হাবিব, রংপুর- প্রতিনিধি :
করোনায় কুড়িগ্রামের ভিক্ষুক বৃদ্ধার মানবেতর জীবন এমন খবর অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমের উদ্দেশ্যে যা বললেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান –
সংবাদটা পাঠিয়েছিল আমার এক ঘনিষ্ঠ বন্ধু গতকাল রাতে।রাতেই অফিসার ইনচার্জ রাজারহাট কে বলেছিলাম ব্যবস্থা নিতে।
আজ সকালে পুলিশ গিয়ে তাকে কিছু খাদ্য সহায়তা দিয়ে এসেছে। ধন্যবাদ যিনি রিপোর্ট টি করেছেন, তবে মিডিয়া কর্মীরা এ জাতীয় খবর প্রকাশের আগে জানালে ,প্রশাসন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
খবরটা আমার নজরে আসেনি, ঢাকা থেকে আমার বন্ধু না জানালে হয়তো জানতাম ও না, জেনেই ব্যবস্থা নিয়েছি । যে কোন নেগেটিভ ঘটনা প্রকাশের আগে জানালে প্রশাসনের ব্যবস্থা নিতে সুবিধা হয়। সম্মানিত মিডিয়া কর্মীরা বিষয়টা ভেবে দেখবেন আশা করি।
করোনার এই দুঃসময়ে জেলা পুলিশের সদস্যদের মনোবল বৃদ্ধিতে আমাদের এরকম ভালো কাজের নিউজগুলোও প্রকাশের আশা আমরা করতেই পারি।