Header Image

ত্রিশালে লক-ডাউনের মাঝে কৃষকের পাশে ছাত্রলীগ নেতা তানসেন।

 

আরিফ রববানীঃ

করোনা ভাইরাস পরিস্থিতি পর্যায়ক্রমে মহামারী আকার ধারণ করছে। এই চলমান মহামারীঠেকাতে ময়মনসিংহ জেলা কে লকডাউন ঘোষণা করা হয়েছে। যার ফলে মানুষের যাতায়াত বন্ধ,যানবাহন বন্ধ, এক এলাকার লোক অন্য এলাকায় প্রবেশ বন্ধ, এমন পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক। ধান কাটার সৃজনে বিভিন্ন এলাকার শ্রমিকরা ধান কাটতে স্থানান্তরিত হতো। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ যাতায়াত বন্ধ হয়ে হয়ে যাওয়ায় শ্রমিক সংকট হয়ে পড়ায় ফসল নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। কৃষক বাচলে দেশ বাচঁবে। তাই দুর্যোগপুর্ণ সময়ে কৃষকের সহযোগিতায় মাঠে নেমে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় ত্রিশাল উপজেলার ছাত্রলীগ নেতা আলিফ মোঃ তানসেন নেতৃত্বে “কৃষক বাঁচলে,বাঁচবে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তারা এই কর্মসূচি নিয়েছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক ত্রিশাল উপজেলা ছাত্রলীগ এর পরিশ্রমী ছাত্রনেতা- আলিফ মোঃ তানসেন নেতৃত্বে অসহায় মানুষের ধান কেটে বাড়িতে দিয়ে আসেন তারা। গত শুক্রবার সকাল ছয়টা থেকে ধান কাটা শুরু করেন তারা।

উপজেলার কয়েকজন কৃষক জানান, আমরা আমাদের জমিতে বোরা ধানের চাষ করেছি, ধানও পেকেছে। দেশের সঙ্কটময় পরিস্থিতিতে বাজারে শ্রমিক না পেয়ে যখন আমার কপালে ভাঁজ পড়ে তখন ছাত্রলীগের ছেলেরা এসে আমাদের জমির ধান কেটে ঘরে তুলে দিয়ে গেলেন। এই সময়ে ছাত্রলীগ নেতারা কৃষকের পাশে এসে দাঁড়ানোয় অনেক অসহায় কৃষকের চিন্তামুক্ত হবে বলে কৃষকরা জানান। এবং ছাত্রলীগের নেতাকর্মীদের এমন মানবিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে দেশরত্ন শেখা হাসিনার প্রতি কৃতজ্ঞতাও জানান কৃষকরা।

অপরদিকে ছাত্রলীগ নেতা আলিফ মোঃ তানসেন জানান- মহান স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়তে হলে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে,তাই দেশের এই ক্রান্তিলগ্নে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে ছাত্রলীগ প্রস্তুত। উপজেলায় যে সমস্ত দরিদ্র কৃষকরা শ্রমিকের অভাবে ধান কাটতে বিপাকে পড়বে তারা যোগাযোগ করলেই আমাদের ছাত্রলীগের টিম পৌঁছে যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!