ইসমাইল হোসেন সোহাগঃ
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে লোহাগাড়া উপজেলা তথা দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানালেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার প্রকাশনা সম্পাদক জননেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের একান্ত সহকারী সচিব বিশিষ্ট সমাজসেবক ও তরুণ সমাজের অহংকার প্রিয় পথিক মিরান হোসেন মিজান।
তিনি জানান, আত্মসংযম,অনুকম্পা ও ক্ষমা লাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকার, শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা–বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি আরোও জানান, এই মাসকে ঘিরে সব সময় আমাদের আগাম বিভিন্ন ধরনের আয়োজন থাকে। বর্তমানে বৈশ্বিক মহামারি ভয়ংকর নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশের অনেক মানুষেরাও।
তাই এই পবিত্র মাহে রমজানের উছিলায় আল্লাহ্ পাক যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন,,,আমিন।