রংপুর মহানগরীতে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা মহানগরীরর নুরপুর ও ঠিকাদারপাড়া এলাকার। এছাড়াও বিভাগের আরও দুই জেলায় নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছেন রংপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুর মহানগরীর নূরপুরে এক ও ঠিকাদারপাড়া একজন, দিনাজপুরের সদরে এক এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ নিয়ে রংপুর জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২০ জন এবং রংপুর বিভাগের আট জেলায় মোট আক্রান্তের সংপখ্যা দাঁড়াল ৮১ জনে। এমন পরিস্থিতিতে গণমানুষের সচেতন হয়ে সাবধান হওয়ার বিকল্প কিছু ভাবছেন না বিশেষজ্ঞমহল।