সালমান শাহ্ :
পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ’র বলিষ্ঠ নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ পুলিশ দেশপ্রেমে ব্রত হয়ে সামনে থেকে কাজ করছে।ইতোমধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর ২৩৪ জন পুলিশ সদস্য এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। পুলিশ সদস্যদের জন্য সর্বোচ্চ চিকিৎসা পায় এবং সর্বোচ্চ সচেতনতার সাথে দায়িত্ব পালন করে সেজন্য আইজিপি ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। সেই আলোকেই জৈন্তাপুর মডেল থানায় ভয়ংকর করোনার থাবায় থেকেও মাহে রমজানে জৈন্তাপুরকে নিরাপদ রাখার নির্দেশনায় থানায় রোলকলে বিশেষ ব্রিফিং দেয় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক। এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, নির্দেশনার আলোকেই প্রত্যেকটা থানার পুলিশ সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে,স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরেকটু সচেতন হয়,নিজেকে নিরাপদ রাখতে পারে সেজন্য আমরা কার্যক্রম গ্রহণ করছি। দেশকে রক্ষা করতে হলে আমাদের নিজেদের সুস্থ থাকতে হবে। পুলিশ সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকটি থানায় আজ বিশেষ ব্রিফিং প্রদান করা হয়।আমি সকলকে অনুরোধ করি দয়া করে আপনারা সবাই সরকারি সিদ্ধান্ত মেনে চলুন।পবিত্র রমজান মাসের প্রথম রাতে আমি সকলের সুস্থতা কামনা করি।