বোরো ধান কাটার জন্য হিলি থেকে প্রায় দুইশ শ্রমিক পাঠানো হলো নাটোরের
সিংড়ায়।
আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা
শেষে কাজের জন্য ছাড়পত্র দেয়া হয়। এছাড়াও করোনা পরিস্থিতিতে শ্রমিকদের
চলাফেরার জন্য নানা রকম দিক নির্দেশনা দেয়া হয়। এসময় উপজেলা কৃষি
কর্মকর্তা শামিমা নাজনিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম বলেন, হিলি-সহ আশপাশের
বোরো ধান উঠতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে এসব শ্রমিকরা
হাওড়ের ধান কেটে আবারো নিজ এলাকায় ফিরে আসবে। এতে এই অঞ্চলের ধান
কাটার কোন সমস্যা হবেনা।