Header Image

৮০বছর পর পানির সুবিধায় নলকুপ পেয়ে রওশনের প্রতি খুশী জেলে পরিবার।।

 

আরিফ রববানী।।

প্রায় ৮০ বছর পানির সুবিধা বঞ্চিত থাকার পর ময়মনসিংহের মহিয়সী নারী,গরীব মেহনতি মানুষের আস্থা স্থানীয় সংসদ সদস্য ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের নির্দেশে ও তার মানবিকতায় পানিয় পানির সুবিধার্থে নলকুপ পেলেন
ময়মনসিংহ শহরের ১ নং ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় নদীর পাড়ে বসবাসকারী জেলে পাড়ার বেশ কয়েকটি পরিবার।

স্থানীয় জনসাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করে এখানে একটি নলকুপ স্থাপন করেন। গত শুক্রবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় জাতীয় পার্টীর নেতা অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খোকন, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি শফিউল আলম বিপ্লব প্রমূখ উপস্থিত থেকে গত প্রকল্প বাস্তবায়ন করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের ঢোলাদিয়া জেলে পাড়ার প্রায় ১৫ টি পরিবার নাগরিক সুবিধার পাশাপাশি বিশুদ্ধ পানি সুবিধা থেকে যুগ যুগ ধরে রঞ্চিত ছিল। বিরোধী দলীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ গত বছর তাদের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত থাকা পরিবারদেরও সোলার দিয়ে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেন।

জেলে পরিবারগুলোর জীবিকা নির্বাহের একমাত্র পথ নদী থেকে মাছ ধরে বিক্রী করা। প্রায় ১৫ টি পরিবারকে করোনা পরিস্থিতির কারনে আশপাশের বাসাবাড়িতে প্রবেশাধিকার সম্পূর্ন নিষেধ করেন। এর পর থেকে তারা নদীর পানি পান করতে শুরু করে। এতে অনেক শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ে। এমন কথা বেগম রওশন এরশাদ অবহিত হয়ে স্থানীয় নেতাদের দায়িত্ব দেন। স্থানীয় জাপার অর্থ বিষায়ক সম্পাদক শরিফুল ইসলাম খোকন উপস্থিত থেকে গত শুক্রবার নলকুপ বসিয়ে দেন। এতে তারা পানি সুবিধা পেয়ে যান।

নলকুপ পেয়ে জেলে পরিবারের পক্ষ থেকে বিপদ চন্দ্র তিলকদার ও খগেন চন্দ্র তিলকদার বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে অভিনন্দন জানানোসহ তার এই মানবিকতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!