
কামরান হাবিব, রংপুর প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের জন সেবামূলক ব্যতিক্রমী উদ্যোগ চলমান রয়েছে । সকল ইউনিয়নে কিছু সংখ্যক সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছেন
উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। তার সহযোগিতা এ কর্মসূচী বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগ। সর্বাত্মক সহযোগিতা করছেন উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরাগন।
এই কর্মসূচির মাধ্যমে তারা, রমজানে প্রথমদিনে সিন্দুর্না ইউনিয়নের ৪০০ ও দ্বিতীয়দিনে গোতামারী ইউনিয়নে ৫০০ প্যাকেট ইফতার বিতরণ করেছেন। তৃতীয়দিনে সানিয়াজান ইউনিয়নের ইফতার বিতরণ করা হবে বলে জানা গেছে।
করোনাভাইরাস সংক্রামণের ভয়ে যখন হাতীবান্ধা উপজেলার অনেক বাঘা-বাঘা রাজনৈতিক নেতা ও কোটি টাকার মালিকেরা পর্দার অন্তরালে চলে গেছেন। ঠিক এই সময়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীগন জীবনের ঝুকি নিয়ে সাধারণ মানুষের মাঝে জন্য কাজ করে যাচ্ছেন। সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করছেন।
তাদের এই জনসেবামুলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন উপকার ভোগীগন। তবে অন্যদের এই কাজে অনুপ্রানিত হয়ে সাধারণ মানুষের পাশে থেকে অসহায় পরিবারের মানুষের জন্য এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন সচেতনমহল।