করোনা ভাইরাসের দূর্যোগ মোকাবেলায় মুরাদনগরের জননন্দিত সাংসদ অালহাজ্ব ইউসুফ অাব্দুল্লাহ হারুন এফসিএ সাহেবের নির্দেশে কুমিল্লা মুরাদনগরের কৃষকের পাশে দাঁড়াল ২২নং টনকী ইউনিয়ন অাওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
জানা গেছে, মুরাদনগরের উপজেলার টনকী গ্রামে বোরো ধান পাকতে শুরু করেছে।তবে লকডাউনের কারণে শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না টনকী গ্রামের কৃষক সেলিম মিয়া । খবর পেয়ে, রবিবার(২৬এপ্রিল) সকালে উপজেলার টনকী গ্রামে হাওরে গিয়ে কৃষক সেলিম মিয়ার ৩৩ শতাংশ জমির পাঁকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন।
ধান কাটায় নেতৃত্ব দেন ২২ নং ইউনিয়ন অাওয়ামী যুবলীগের অাহবায়ক অানিসুর রহমান তানিম এমএসসি৷
এছাড়াও উপস্থিত ছিলেন টনকী ইউনিয়ন অাওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মোঃ সোহেল মিয়া, রুহুল অামিন, রহিম সরকার, ৪নং ওয়ার্ড অাওয়ামী যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, ৫নং ওয়ার্ড অাওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান মিয়া, প্রচার সম্পাদক মোঃ অারিফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷
কৃষক সেলিম মিয়া বলেন, করোনা ভাইরাস দূর্যোগের কারণে শ্রমিক সংকট থাকায় খুব চিন্তায় ছিলাম কিভাবে পাঁকা ধান গুলো কাটা হবে। এই দূরসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার ধান গুলো কেটে বাড়িতে পৌঁছিয়ে দেয়ার ব্যবস্থা করেছে।এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
জনাব অানিসুর রহমান তানিম এমএসসি জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে আপনারা ঘরে থাকুন, মানবতার সেবায় আমরা বাইরে আছি।
শ্রমিক সংকটের কারণে আমাদের ইউনিয়েনের যে কোনো কৃষকের ধান কেটে দিতে প্রয়োজনীয় সহোযোগীতা ও মানবতার হাত থাকবেই ।