স্টাফ রিপোর্টারঃ
বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (COVID-19) এর কারনে- ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের সময়োপযোগী পদক্ষেপ — “”মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা ও ত্রাণ বিতরণ কর্মসূচি””র অংশ হিসেবে- ছাত্রদল,ময়মনসিংহ বিভাগীয় টিমের নির্দেশে এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের পরামর্শে দেশের জনগণের এই কঠিন দুঃসময়ে—“” মাস্ক- লিফলেট বিতরন ও জীবাণুনাশক ঔষধ স্প্রে’র কার্যক্রমের পর চলমান লকডাউনের কারণে গৃহে বন্দী হয়ে পরা কর্মহীন ও হত দরিদ্র ৪৫ টি পরিবারের মধ্যে সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং ত্রান বিতরণের সময় প্রতিটি পরিবারকে এই মহামারী সম্পর্কে সচেতন করার লক্ষ্যে – যাতে তারা সাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে তাই প্রতিটি ত্রানের প্যাকেটে সচেতনতার লিফলেট পিনাপ করে দেন ও এগুলো পড়ে বুঝিয়ে দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অাহ্বায়ক প্রার্থী –হিমেল অাহমেদ।
ছাত্রদল নেতা হিমেল বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠনগুলোর প্রতি -ছাত্রদল কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানিয়েছেন যে, যেভাবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো তাদের সামর্থ্য অনুযায়ী লকডাউনের এই মুহূর্তে বেকার হয়ে পড়া অসহায় খেটে-খাওয়া বিধবা, এয়াতীম, নিম্ন- মধ্যবীত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এটা যেন ভবিষ্যতেও চলমান থাকে ও অন্যদেরকেও সাহায্যে এগিয়ে অাসতে উদ্ধুদ্ধ করা সর্বোচ্চ চেষ্টা করে।