
ষ্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ প্রিয় ময়মনসিংহ বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক,তারুণ্যের প্রতীক,কর্মীও জনবান্ধব নেতা এইচ এম ফারুক।
শুভেচ্ছা বাণীতে তিনি – রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বানও জানান।
বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে, সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ।তাই আপনাদের কাছে আমাদের আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন।পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।
যুবলীগ নেতা আরও বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। ‘মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভের আশায় সারা বছর ধর্মপ্রাণ মুসলমানগণ এ মাসটির অপেক্ষায় থাকে।’ এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্ব শক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়। সব ধরনের অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
পরিশেষে তিনি চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে রমজানের ইবাদত বন্দীগী করতে দেশবাসীর প্রতি আহবান জানান।